২১ মার্চ ২০২৫ , ১২:৫১:০৬ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন ক্লাবের অন্যতম সহযোগী সংগঠন জেলা-৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম ক্লাব, লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি কর্তৃক আত্মশুদ্ধির ইফতার মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।গতকাল ২০শে মার্চ (বৃহস্পতিবার) চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ স্টেডিয়াম মার্কেটের “টেন-১১ লাউঞ্জ” রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, আনুগত্য শপথ ও লিও প্লেজের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লিও মিনহাজ মাহমুদ এবং সঞ্চালনা করেন ক্লাব সদস্য লিও উম্মে হাবিবা।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লিও মিনহাজ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের সদস্যরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ চিটাগাং ইম্পেরিয়াল সিটির সম্মানিত অ্যাডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরী, লিও ক্লাব ও লায়ন্স ক্লাব অফ চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন সভাপতি লায়ন কাশেম শাহ, লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সচিব লিও শওকত হোসেন, লিও ক্লাব অফ চিটাগাং ইম্পেরিয়াল সিটির ক্লাব ডিরেক্টর ও প্রাক্তন সভাপতি লিও আহমেদ উল্লাহ পাপন, লিও ক্লাব অফ চিটাগাং ইম্পেরিয়াল সিটির ক্লাব ডিরেক্টর ও প্রাক্তন সভাপতি লিও সিরাজুল ইসলাম রিপন।ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লিও মিনহাজ মাহমুদ, সহ-সভাপতি লিও ওমর হায়দার,ট্রেজারার লিও আমির হামজা, লিও তাওসিফ রেজা, লিও নাজমুল হুদা সাকিব, লিও আমিনুল ইসলাম রিমন, লিও ওবায়েদ,লিও ইশতিয়াক রিয়াজ,লিও আফ্রিদি, লিও জুয়েল পাঠান,লিও ফয়েজুল, লিও মমি ভট্টাচার্য্যি,লিও প্রান্তিকা,লিও কাজল আক্তার,লিও জেরিন,লিও নুসরাত পায়েল সহ অন্যান্য লিও সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে লায়ন নুরুল আরশাদ চৌধুরী বলেন,” মানুষের জন্য মানুষ,জীবনের জন্য জীবন। রোযা রেখে নিজের পাশাপাশি অন্য লোককে ইফতার করানোর মাঝে যে আনন্দ সেটা কোটি টাকার মধ্যেও পাওয়া যায় না। আমাদের ওয়ান লিও, ওয়ান ইফতার কর্মসূচিতে আমরা প্রায় একশজন লোককে ইফতার করিয়েছি।ইফতার ও ঈদ সামগ্রি বিতরণ কর্মসূচি পালন করেছি যেটা খুবই আনন্দ দায়ক ছিল কারণ দিন শেষে আমরা মানুষের পাশে দাড়াতে পেরেছি।”
উক্ত অনুষ্ঠানে লায়ন কাশেম শাহ বলেন,”বিশ্বে প্রায় সাত হাজার সাত শত সত্তরটি লিও, লায়ন্স ক্লাব রয়েছে। আমরা এখন যে সময়ে ইফতার সামনে নিয়ে বসে আছি ঠিক এ সময়ে-ই বিশ্বে প্রায় দুই লাখেরও বেশি লিও,লায়ন্স একত্রিত হয়েছে।লিডারশিপ একদিনে তৈরি হয়না বরং ধীরে ধীরে নিজের চলনে, বলনে এই গুণটা ফুটে উঠে। আমি ব্যক্তি হিসেবে কেমন,অন্যের জন্য নিজের ভাবনাটা কেমন,এসবও কিন্তু লিডারশীপের অন্তর্ভুক্ত।যেদিন আপনি অন্যকে সহযোগিতা করতে উৎসাহী ও আনন্দ অনুভব করবেন বুঝে নিবেন আপনার মধ্যে লিডারশীপ গ্রো করেছে।”
উক্ত অনুষ্ঠানে ক্লাব সদস্যবৃন্দের মধ্যে ক্বেরাত প্রতিযোগিতা, হামদ্, নাত্ প্রতিযোগিতা, এবং লিওইজম সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই সেশনটি পরিচালনা করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি(অ্যাডমিন) এবং উক্ত কর্মসূচির চেয়ারম্যান লিও আল ফয়সাল। তিনি বলেন, আমাদের মধ্যে থাকা ট্যালেন্টকে আলোকিত করতে, আনন্দের ফল্গু ধারা বইয়ে দিতে প্রতিযোগিতার বিকল্প নেই।