কৃষি

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৫ , ১২:০৮:০১ প্রিন্ট সংস্করণ

 

মোঃ নাজিম মিয়া কমলগঞ্জ মৌলভীবাজার স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “এতো অত্যাচার-নির্যাতনের পরও তাদের (আওয়ামী লীগ) মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই।”

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমুহনীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের আগের সাড়ে পনেরো বছর মানুষকে গুম করা হয়েছে, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। ব্যাংকগুলোকে দেউলিয়া করার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে, তার একজন কর্মচারী ৪০০ কোটি টাকার মালিক। এত বড় লুটপাটের পরও তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই।”

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এড. মোহাম্মদ আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন:

মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান

উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর

কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোলাইমান আহমেদ

কমলগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. বাহার আলী

শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম

কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই

কমলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এবাদুর রহমান

ইসলামী ছাত্র শিবির, কমলগঞ্জ উপজেলার সভাপতি তানভীর রায়হান ওয়াসিম

সভাপতিত্ব ও সঞ্চালনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. কামরুল ইসলাম।

উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণ

কমলগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content