১৫ মার্চ ২০২৩ , ১০:০৯:৩০ প্রিন্ট সংস্করণ
মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদরের খোচাবাড়ী বাজারের বিপ্লব হোসেন নামে এক মুরগি বিক্রেতা রঙ লাগিয়ে বয়লার মুরগি পাকিস্তানি মুরগি হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারনার দায়ে ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাও সদর সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম উপরোক্ত দণ্ডে দণ্ডিত করেন।
অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদরের কিসমত দৌলতপুর গ্রামের বিপ্লব হোসেন খোচাবাড়ি বাজারে বয়লার মুরগির ব্যবসা করে আসছিল। সম্প্রতি মুরগির দাম বেড়ে গেলে সে বয়লার মুরগীতে রঙ লাগিয়ে পাকিস্তানি মুরগি বলে বিক্রি করে। মঙ্গলবার দুপুরে সে তার দোকানে রঙ লাগানোর কাজ শুরু করলে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ১০টি মুরগিরসহ ওই ব্যবসায়ীকে আটক করে এবং হাতকড়া পরিয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন আকতারের কাছে হাজির করে। পরে তিনি রঙ লাগিয়ে মুরগির জাত পরিবর্তন করে ভোক্তাদের সাথে প্রতারণার চেষ্টার দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।