১৯ মার্চ ২০২৫ , ১২:১১:২১ প্রিন্ট সংস্করণ
শেখ নুরুজ্জামান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গন মাঠে মথুরেশপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও মথুরেশপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উপজেলা যুবদলের সভাপতি আলাউদ্দিন সোহেল
ও মথুরেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি
শেখ তকবীর আলম এর সার্ভিস সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময়
বক্তব্য উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ
এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুস সালাম জেলা বিএনপি’র ওলামা দলের সভাপতি প্রভাষক খায়রুজ্জামান রঞ্জু,
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ বিআরডিপি চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা
জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, ইউপি সদস্য খায়রুল আলম
বিএনপির নেতা রবিউল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কিসমাতুল বারী
এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ হাবিবুল্লাহ, শেখ পারভেজ রাকিবুজ্জামান রাকিব , বিশিষ্ট সমাজসেবক শেক আব্দুর রব, প্রমুখ সহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তাগন বলেন দেশের মধ্যে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে।
তবে জনগন বোকা নয়, তাদের সকল কুটকৌশল ধরে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তাগন আরও বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিএনপিই হচ্ছে এদেশের মাটি মানুষের দল। বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রাজনৈতিক সংগঠন।
কালিগঞ্জ উপজেলা বিএনপি’র মধ্যে কোন প্রকার দলীয়
কোন্দল নেই। সকল প্রকার মান অভিমান ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া হাতকে শক্তিশালী তো করব।
ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা কামরুল ইসলাম আশিকী করেন#
কালিগঞ্জ প্রতিনিধি
০১৯৪৯২২৬২২৬