১৯ মার্চ ২০২৫ , ১২:০১:৩১ প্রিন্ট সংস্করণ
মোঃ নাজিম মিয়া কমলগঞ্জ মৌলভীবাজার স্টাফ রিপোর্টার
আলীনগর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ইসলামী আদর্শ, শিক্ষা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তানবির রায়হান ওয়াসিম, আর পরিচালনা করেন ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক তোফাজ্জল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুস সালাম ও আলীনগর জামায়াতের আমির আব্দুল করিম।
বক্তারা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি একটি আদর্শ গঠনের সময়, যা ন্যায় ও নীতিনিষ্ঠতার শিক্ষা দেয়। শিক্ষাবৈঠকে কর্মীদের ইসলামী জ্ঞান ও দায়িত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথি ও নেতাকর্মীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।