সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা
সারাদেশের ন্যায় নোয়াখালীতে আসিয়া সহ ধর্ষণের শিকার নারী শিশু সহ ন্যায় বিচার নিশ্চিতকরন, ধর্ষককে মৃত্যুদন্ড কার্যকর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতার প্রতিবাদে দাবীতে মানববন্ধন করেছে চৌমুহনী এস,এ,কলেজের ছাত্রদল সহ উপজেলা ছাত্রদল।
সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো জাহিদ হোসেন রুবেল,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম তারেক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন হৃদয় সহ অনেকেই।
বক্তারা ধর্ষকদের অতি বিচার কার্যকর নিশ্চিত করার আহ্বান জানান।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।