১৫ মার্চ ২০২৩ , ৬:০৭:২৪ প্রিন্ট সংস্করণ
কি যে মায়া তোমার রূপে অদৃশ্য এক টান,
তোমাকে না দেখতে পেলে মন করে আনচান।
দেখতে তোমায় দূর থেকে বারবার ছুটে আসা,
তোমায় নিয়ে নিশিদিন বাঁধি স্বপ্নের বাসা।
জীবন থাকতে আমার প্রাণে যদি পাইগো তোমার মন,
আফসোস আর থাকবে না যদিও হয় মরণ।
মরার আগে তোমার হাতে রাখতে চাই এই হাত,
তোমার কথা ভাবতে ভাবতে কাটে আমার রাত।
সখি তুমি আমার সাথে করো না ছলনা,
কোনদিন এই প্রেমিক তোমায় ভুলতে যে পারবে না।
সবার কষ্ট সইতে পারবো তোমার কষ্ট নয়,
যে করেই হোক ভালোবাসা করবো আমি জয়।