১৫ মার্চ ২০২৩ , ৬:০১:১৬ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ সৌরভ কুমার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩৪ নং জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী পিঠা উৎসবের উদ্ধোধন করেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। মধ্য বসন্তের মিষ্টি-মধুর পরিবেশে পিঠাপুলির স্বাদ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে এ উৎসবে আসা দর্শনার্থীদের ঢল নামে । উৎসবকে ঘিরে ক্যাম্পাসে ছিল নানা আয়োজন । বাহারি পিঠা নিয়ে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা সাজিয়েছে তাদের সু-সজ্জিত ষ্টল। যেখানে ছিল অর্ধশত প্রকারের বাহারি পিঠা । যা দর্শনার্থীদের মন কাঁড়ে। ছিল কোমল মতি শিশুদের নাচ গানসহ বিনোদনের সব ব্যবস্থা।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম হাওলাদার ও হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলাম।