ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট অঞ্চলের তৎকালীন শ্রেষ্ঠ বুজুর্গ হুফ্ফাজে কোরআন আল্লামা হাফিজ মোশাহিদ আলী বারগাত্তার হাফিজ মেছাব ক্বিবলাহ(রহ,) হাফিজ মাছুম আহমদ দুধরচকী

Developer Zone
মার্চ ১৪, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

কুতুবুল আউলিয়া হুফ্ফাজে কোরআন হাজার হাজার হাফিজ গণের উস্তাদ ও আমার প্রিয় শ্রদ্ধাবাজন উস্তাদ কোরআন শরীফের এক মহান খাদিম ছিলেন উস্তাজুল হুফ্ফাজ হাফিজ মোশাহিদ আলী বারগাত্তার হাফিজ মেছাব ক্বিবলাহ (রহ,)জকিগঞ্জ সিলেট।

বারগাত্তার হাফিজ মেছাব অন্দ হাফিজ মেছাব নামে পরিচিত ছিলেন।

তিনির জীবনের প্রায় সত্তরটি বছর একাধারে কোরআন শরীফের খেদমত করেছেন, চোখে না দেখেও থামেনি এই মনীষীর কোরআন শরীফের খেদমত,যার ফলে আজ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন হাজারো হাফেজে কোরআন।

হুফ্ফাজে কোরআন আল্লামা হাফিজ মোশাহিদ আলী বারগাত্তার হাফিজ মেছাব ক্বিবলাহ(রহ,)
আল্লাহর প্রিয় এই মকবুল ওলির অনেক কেরামতি আমরা দেখেছি ও শুনেছি যখন নয়াবাজার বারগাত্তা হাফিজি মাদ্রাসায় বারগাত্তার হাফিজ মেছাবের কাছে পড়িথাম তখন বারগাত্তার হাফিজ মেছাবের অনেক কেরামতি দেখেছি ও আমি অদম হাফিজ মেছাবের সামান্য কিছুদিন খেদমত করার সুযোগ পেয়েছি তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ও সেই গ্রামের অনেক মুরব্বি মানুষ এই মকবুল ওলির কেরামতির কথা বলতেন আমাদের কাছে।

বারগাত্তার হাফিজ মেছাব সম্পর্কে এশিয়া উপমহাদেশের হাদীস বিশারদ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব কিবলাহ বলতেন দুনিয়ার জমিনে বেহেশতী মানুষ দেখার ইচ্ছা হলে বারগাত্তার হাফিজ সাহেবকে দেখে আসো সুবহানাল্লাহ।

দোয়া করি মহান আল্লাহ তায়ালার দরবারে আল্লাহর এই মকবুল ওলি ও আমার প্রিয় উস্তাদ কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহুম্মা আমিন।
শেয়ার করুণ, যাতে সবাই এক নজর দেখতে পারেন, আল্লাহর এই মকবুল ওলি কে।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।