দেশজুড়ে

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে সকালে দোয়া বিকেলে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ ২০২৩ , ৯:৪২:৩১ প্রিন্ট সংস্করণ

শফিউল আলম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকালে দুলভারচর পরগনার বাজার খোদাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় উলামায়ে কেরামগনের উদ্যেগে সালাতুল ইস্তিছকা তথা বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন, মদিনাতুল উলুম হুসাইনিয়া শেরমস্তপুর মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুল কাদির। এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মাওলানা আবু আইয়ুব প্রমুখ।
এদিকে বিকেলে বৃষ্টি হওয়ায় মানুষের মনে আনন্দ দেখা দিয়েছে। ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেন আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন রহমতের বৃষ্টি দিয়ে সকলের মন কে সিক্ত করেছেন।
উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ার খলা বাজার সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির খবর জানাগেছে। এব্যপারে উপজেলা কৃষি অফিসার মোঃ নয়ন মিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ও তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content