ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে সকালে দোয়া বিকেলে বৃষ্টি

Developer Zone
মার্চ ১৪, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

শফিউল আলম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকালে দুলভারচর পরগনার বাজার খোদাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় উলামায়ে কেরামগনের উদ্যেগে সালাতুল ইস্তিছকা তথা বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন, মদিনাতুল উলুম হুসাইনিয়া শেরমস্তপুর মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুল কাদির। এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মাওলানা আবু আইয়ুব প্রমুখ।
এদিকে বিকেলে বৃষ্টি হওয়ায় মানুষের মনে আনন্দ দেখা দিয়েছে। ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ বলেন আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন রহমতের বৃষ্টি দিয়ে সকলের মন কে সিক্ত করেছেন।
উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ার খলা বাজার সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির খবর জানাগেছে। এব্যপারে উপজেলা কৃষি অফিসার মোঃ নয়ন মিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ও তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।