১৪ মার্চ ২০২৩ , ৭:৩০:১৫ প্রিন্ট সংস্করণ
মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ময়না ইউনিয়নে বানিয়াড়ী কেওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। (১৪ মার্চ) রোজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাফিজুর রহমান সুমন। সন্মানিত অথিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মো: লিটন মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রিন্সিপাল শাহ্ মো: জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ময়না ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নাছির মো সেলিম।
বানিয়াড়ী কেওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: হাসিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ময়না , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইমদাদুল হক, সংরক্ষিত মহিলা সদস্য মোছা শাহিদা রেজাউল, ময়না এ সি বোস ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোকলেচুর রহমান অরুন, ময়না এ সি বোস ইনস্টিটিউট এর সাবেক সদস্য মো: বাচ্চু বিশ্বাস, আল ইমরান ( কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, কুষ্টিয়া), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইকবাল হোসেন নান্নু প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর উপস্থাপনায় এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।