দেশজুড়ে

দৌলতপুর এ্যাডরা কমিউনিটির উদ্যোগে নারী দিবস উদযাপন ২০২৩

ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ ২০২৩ , ৬:২৩:০১ প্রিন্ট সংস্করণ

 

আব্দুল আল মামুন,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে এ্যাডরা কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) আয়োজনে আজ ১৪ই মার্চ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় সময় উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরন চত্বরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দৌলতপুর প্রকল্প ব্যবস্থাপক,সিইপি, জর্জ তমাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম,চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক,ইউপি সদস্য আমজাদ হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন-সুপার ভাইজার তন্ময় রায়,ট্রেইনার নাদিমুল হাসান,এম আই এস সজীব মিনজী্,সিডিও মোঃ আদিল মিয়া,জান্নাতী বেগম,সিমা কুজুর,ঝর্না আক্তার ,সিডাব্লিও জিয়াসমিন আক্রার,সুপদ সরকার সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন-
নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content