দেশজুড়ে

অভিযুক্ত সেই শিক্ষকের পক্ষে ১০৩ শিক্ষার্থীর স্বাক্ষর।

ডেস্ক রিপোর্ট

২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

 

ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইংরেজি বিভাগের অভিযুক্ত প্রভাষক আরিফ আহমেদ এর পক্ষে একশ তিনজন শিক্ষার্থী সাক্ষর করেছেন।
একশত টাকা মূল্যমানের একটি স্ট্যাম্পে এসব সাক্ষরের মূলকপি ইংরেজি বিভাগের চেয়ারম্যান বরাবর জমা দেওয়া হয়। একইসাথে শিক্ষকের বিরুদ্ধে এসব
অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তারা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাংশ এসব সাক্ষর করেন।

স্ট্যাম্পে সাক্ষর করা শিক্ষার্থীরা দাবি করেন, আরিফ আহমেদ একজন ভদ্র এবং দায়িত্ববান শিক্ষক। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি অসৎ পন্থা অবলম্বনের বিরুদ্ধে সোচ্চার।
পরীক্ষার খাতায় নম্বর জালিয়াতি বা কোন শিক্ষার্থীর প্রতি আক্রোশ থেকে তিনি মানসিক হয়রানি করতে পারেন না। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন।
যে বা যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়। নিজের ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ করতে পারে।

এর আগে গত শনিবার ইংরেজি বিভাগের এই প্রভাষকের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং নম্বর জালিয়াতির অভিযোগ আনা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content