ঠাকুরগাঁওয়ে বিষ্ণু মূর্তি উদ্ধার আটক ১। মোঃ ইন্তাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে রানীশংকৈল উপজেলার চোপড়া এলাকা হতে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কালো কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে এবং এ সময় একজনকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে ১১ই ফেব্রুয়ারি মূর্তিটি উদ্ধার করা হয়। রানীশংকৈল থানা পুলিশ আকবর আলীকে ( ৫২) কে আটক করেন তিনি মৃত: হবিবর রহমানের ছেলে। পুলিশ জানান বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি প্রস্থ 6. 5 ইঞ্চি এবং ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা। এ সময় তার চোরাচালান কাজে ব্যবহৃত একটি পুরাতন বাটন মোবাইল ও একটি স্মার্ট symphony মোবাইল এবং আনুমানিক এক হাজার টাকা উদ্ধার করা হয়। রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরশেদুল হক জানান, মুক্তি উদ্ধার বিষয়ে ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় মামলা রুজু করা হয়।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।