ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সীম বাগানের গাছ কাঁটলো জাফর আলী

স্টাফ রিপোর্টার মোঃ নয়ন আলী পঞ্চগড়
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার মোঃ নয়ন আলী পঞ্চগড়

সীম বাগানের গাছ রোপন করেন বন্ধক নেওয়া মালিক আলম। সীম বাগানের দশ শতক জমির গাছ কেটে দিয়েছে জাফর আলী । তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের অভিযুক্ত জাফর আলী কমলা পাড়া গ্রামের বাসিন্দা। সীম বাগানের মালিক আলম বলেন আমি এই জমি টি বন্ধকির মাধ্যমে ২বছর যাবত ভোগ দখল করে চাষাবাদ করছি। আমার জমির ১৭শতক৷ জমির সীম গাছ কেটে দিয়েছে। কি কারণে সীম গাছ কেটেছে তার উত্তর আমার জানা নেই। আমি এর বিচার চাই। বিষয় টা চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু কে অবহিত করা হয়েছে। তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেনি।তিনি আরও বলেন থানায় অভিযোগ দায়ের করার জন্য।

এবিষয়ে জাফর আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জমিটি কিনার জন্য ২লাখ ৫০হাজার টাকা দিয়েছি জমির মালিক আসাদ কে । আসাদ জমিটির সীমানা নিধারণ করে দিয়েছে। তিনি বলেন আমি অনেক বার তাদের বাড়িতে গিয়ে কথা বলে আসছি। কিন্তু তারা আমার কথা শুনে বলে আর তিন চার মাস পরে দখল ছেড়ে দিবো। তিনি বলেন আমার বাড়ি ভিটা নেই আমি এই জমিতে বাড়ি নির্মাণ করবো। তবুও আলামিন জমির দখল ছেড়ে দেয় না। আমি জমির মালিক আসাদ কে জানিয়ে গাছ কেটেছি।

স্থানীরা বলেন জমিটিতে সরেজমিনে আসাদ এসে জাফর আলী কে দখল বুঝিয়ে দেয়। এমন কি সীমানা পিলিয়ার রয়েছে।
এত দিন সীম বাগানে সীম ছিলো বলে গাছ কাটেনি। এখন তো সীমের দাম নেই। বাগানে সীম ও নেই।

এবিষয়ে জমির মালিক আসাদ এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন, আমি বেশ কয়েক বার জমি ছাড়ে দেওয়ার কথা বলছি আলম কে।আমার কথা না মানে সীম রোপণ করেছে।দুই বিঘার উপরে জমি আছে। তবে জাফর আলী অন্যায় করেছেন। তাকে শাস্তি ও দেওয়া হয়েছে বলে জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।