বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডক্টর এম এ মুহিত ও স্বেচ্ছা সেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল প্রকার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
১০ই ফেব্রুয়ারি-২০২৫ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
এর কারণ হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, উভয়েই দলের মধ্যে বিশৃঙ্খলা ও মানহানি পরিস্থিতি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দলের প্রাথমিক সদস্য সহ সকল প্রকারের পথ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য গত ৮ ই ফেব্রুয়ারি-২০২৫ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার নেতাকর্মীদের নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় এমএ মুহিত এর সমর্থকরা বাধা দিয়ে হামলা চালায়। এসময় গোলাম সারোয়ার ও একজন সাংবাদিক সহ উভয় পক্ষের প্রায় ২১ জন নেতাকর্মী আহত হয়।
সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সকল গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা সারাদেশে সমালোচনার জন্ম দেয়। একই দিন আহত বিএনপি নেতা গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করেন। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি, পৌর বিএনপির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।