গাইবান্ধা সুন্দরগঞ্জ (১০ফেব্রুয়ারী) সোমবার দিবাগত রাত ৭.৩৫ মিনিটে হাইয়া আলাল ফালা সংঘের উদেগ্যে রিকশা ও ভ্যান শ্রমিক দের মাঝে ২৭৫ টি টুপি ও মাফলাট বিতরণ করে। টুপি ও মাফলাট সুন্দরগঞ্জের তিনটি মূল পয়েন্টে রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে বিতরণ হয়।
এসময়ে রিকশা ও ভ্যান শ্রমিক শীতবস্ত্র টুপি ও মাফলাট পাওয়ায় হাইয়া আলাল ফালা সংঘের মতো আরও অন্যন্যা সংঘ বা উচ্চ ব্যক্তিবগকে এগিয়ে আসার কথা জানান।
শীতবস্ত্র বিতরণে সময়ে উপস্থিত ছিলেন হাইয়া আলাল ফালা সংঘের প্রতিনিধি ফয়সাল কবির রানা ও সুন্দরগঞ্জ ইসলামি ছাএশিবিরের উপজেলা সভাপতি শাকিল আহমেদ পৌর: ছাএ শিবির বায়তুলমাল ও পাঠাগার সম্পাদক বাদশা ফাহাদ ও পৌর: যুব সেক্রেটারি এনামুল হক সহ আরও অনেকে উপস্থিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন শীতবস্ত্র বিতরণে আরও সুশীল সমাজের লোকদের এগিয়ে আসার আহবান জানান।
মো: শাহিন মিয়া
১১/০২/২০২৫
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।