ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আগাম বোরো চাষে প্রস্ততি নিচ্ছে তিস্তা চরের চাষীরা

মোঃ মিরাজুর রহমান ইসলাম নীলফামারী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

 

মোঃ মিরাজুর রহমান ইসলাম নীলফামারী প্রতিনিধি:

 

আগাম বোরো চাষে সাফল্যের মুখ দেখতেছেন তিস্তা, ও বুড়ি তিস্তা‌ সহ বিভিন্ন নদনদীর চাষীরা। প্রতিবছর শীতে ভরা মৌসুমে চাষাবাদ হয় এই বোরো ধান। সেই ধানগুলো চারা করে রোপন করা হয় বিভিন্ন নদীর চর অঞ্চল এলাকাগুলোতে এবং সেই ধান চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে চরে বসবাসকৃত হাজার হাজার কৃষক দিনমজুর ও চাষিরা। এবারও সাফল্যের মুখ দেখতেছেন তিস্তাচরের বোরো সহ বিভিন্ন নদ নদীর চাষীরা। বোরো ধান চাষের বিষয় নিয়ে একজন কৃষকের সাথে কথা হলে তিনি বলেন যেভাবে আল্লাহর রহমতে আকাশের অবস্থা এবং আবহাওয়া যদী ভালো থাকে আমরা নদীতে এই ধান চাষাবাদ করে ১২ মাসেই বাড়ির ভাত খাই বলে জানান এক চাষী। শুধু তাই নয় হাজার হাজার চাষি জীবন জীবিকা নির্বাহ করে নদীতে এই কেবল বোরো ধান চাষাবাদ করে এমনটি বলতেছে বোরো চাষীরা। এবং বুড়ি তিস্তা নদীর এক বোরো চাষীর সাথে কথা হলে তিনি বলেন যে আমি প্রায় তিন একর জায়গার মতো লাগাইছি ইনশাআল্লাহ আমার ফ্যামিলিতে লোক রয়েছে ১৫ জন আমরা প্রতিবছর এই চরের বোরো ধান দিয়েই আমাদের দিন যায়। তো এজন্য আমরা চোরের মেরামত করে থাকি এবং বোরো ধানে আগ্রহী বেশি। এবং নদীর চরে চাষাবাদ করতে ধানেও দিতে হয় না তেমন বেশি সার, ও কীটনাশক অল্প কীটনাশক সাড়ে হয়ে যায় ধান চাষাবাদ এরকমটি বলতেছেন তিস্তা চরে চাষীরা। জলঢাকা নীলফামারী

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।