মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বই পক্ষের সংঘর্ষে কমপক্ষে বিশ জন আহত হয়েছেন এবং প্রায় ১৫ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এমন সংঘর্ষের ঘটনাটি ঘটে সোমাবার(১০ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তুজারপুর গ্রামের ভূইয়া গ্রুপ এবং মীর গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এদের মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেন ওহাব ভূঁইয়া এবং অন্য গ্রুপের নেতৃত্ব দেন গোলাম কবির মীর। পূর্ব শত্রুতার জের ধরে আজ দুপুরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয় এবং ১৫ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মোতাহার মোল্যা(৪৩), মেহেদী হাসান(২৫), মিঠু মাতুব্বর(৪০), কামরুজ্জামান(৩৫), কোহিনুর(৩২), নুরুল হক মোল্যা(২০), আরবাছ শেখ(১৮), শহিদ ভূঁইয়া(৩৫), শওকত ভূঁইয়া(৪০), রবিউল ইসলাম(১৭), জাফর ভূঁইয়া(৬৪) কে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত জাহিদ ভূঁইয়াকে(৫৫) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।