ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ১০৪ গ্রাম হোরাইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

শান্ত রায় শেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

শান্ত রায় শেরপুর প্রতিনিধি: শেরপুরে ১০৪ গ্রাম হেরোইনসহ মোঃ নুরুল হোদা (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪, সিপিসি-১, জামালপুর। ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ নুরুল হোদা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি শনিবার র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর নিউমার্কেট ২য় গেইট মোড়ে থেকে শেরপুর জেলা সদর হাসপাতালগামী পাকা রাস্তার দক্ষিণপাশে যমুনা মটরস নামক গাড়ীর পার্টসের দোকানের সামনে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ নুরুল হোদাকে আটক করে। পরে তার কাছে রক্ষিত ১০৪ গ্রাম হেরোইন ও নগদ ২৪ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা পিপিএম সেবা মাদক কারবারি মোঃ নুরুল হোদাকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জেলা গুলোতের দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল। পরে তাকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।