ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক

Developer Zone
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

 

আতিকুর রহমান (তনি সরকার) স্টাপ রিপোর্টার

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। আটকৃতদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ৯:১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার চাঁন্দাপাড়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে সেলিম রেজা (৩৫) নামে ১জন কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা, এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মহিষালবাড়ী সাগরপাড়া এলাকায় আরও একটি অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম ওরফে সনিকে (২৮) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি আইফোন ১৩ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা পাইকারি দরে ইয়াবা কিনে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আগামীকাল আসামিদের আদালতে চালান দেওয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।