ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

মোঃ আমজাদ হোসেন // দেবিদ্বার, কুমিল্লাঃ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ আমজাদ হোসেন //
দেবিদ্বার, কুমিল্লাঃ

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামীলীগের লিফলেট বিতরনের অভিযোগে সোমবার দিবাগত রাতে মোঃ সজিব (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ছাত্রলীগ কর্মী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। ওই সময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাতে মোঃ সজিব নামের ছাত্রলীগ কর্মীকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃত সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লিফলেট বিতরণের অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।