দেশজুড়ে

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৩ , ৬:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

 

 

এম এস-মামুন
পিরোজপুর প্রতিনিধি:-

 

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ
শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত, মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন।

আজ সোমবার (১৩ মার্চ) ২০২৩
বেলা ১১টায় স্থানীয় ক্লাব রোড সড়কে মানববন্ধন আয়োজন করেন
(বিটিএ) পিরোজপুর জেলা শাখা নেতৃবৃন্দ ,
জনাব সুখরঞ্জন বেপারীর সভাপতি ( বিটিএ ) পিরোজপুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
জনাব আলমগীর হোসেন খান সদস্য কেন্দ্রীয় কমিটি (বিটিএ), জনাব প্রতুল কুমার সভাপতি পিরোজপুর সদর উপজেলা (বিটিএ), জনাব কিরণ চন্দ্র বসু সভাপতি ভান্ডারিয়া উপজেলা ( বিটিএ), জনাব প্রশান্ত কুমার প্রধান শিক্ষক নাজিরপুর বালিকা বিদ্যালয়, প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ‌।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ নজরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক (বিটিএ) পিরোজপুর প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়।

সভাপতি জনাব সুকুরঞ্জন বেপারী বলেন আমরা মাধ্যমিক শিক্ষকরা মানুষ গড়ার কারিগর ,আমরা আজ এখানে দাঁড়িয়েছি তাও আমাদের স্কুল চলমান রেখে এবং আমরা প্রত্যেক স্কুল থেকে একজন করে শিক্ষক দাঁড়িয়েছি, আমরা হারভাঙ্গা শ্রম দেই, আমরা জাতি গড়ার কারিগর ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের মূল্যায়ন করেছে আমরা আশা করব স্মার্ট বাংলাদেশের গড়তে আমারা প্রস্তুত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল দাবি মেনে নেবেন।
পরে মানববন্ধন কর্মসূচী সমাপ্তি করে ,৪ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content