২৮ জানুয়ারি ২০২৫ , ১২:৩৩:৫১ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে সিভিল সার্জনের সঙ্গে
জিপিএইচসিডিওএ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদা আখতার এর সঙ্গে তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানান।
গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মাহমুদা আখতার।
এ সময় তিনি অত্র সংগঠনের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বেসরকারি হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো স্বচ্ছভাবে পরিচালনার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিভিল সার্জন সংগঠনের নেতৃবৃন্দকে কয়েকটি নির্দেশনা দেন তা হলো: ১. লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান কোথাও থাকলে সিভিল সার্জনকে অবহিত করা।
২.গাজীপুরে কোন ভুয়া ডাক্তার থাকলে তথ্য দিয়ে সহায়তা করা।
৩.বিশেষ দল গঠন করে নিম্নমানের হাসপাতালগুলোকে মনিটরিং করা।
৪.সিভিল সার্জনের পরামর্শ নিয়ে গাজীপুরে একটি গ্রহণযোগ্য সেবা মূল্য তালিকা তৈরি করা ।
৫.লাইসেন্স বিহীন হাসপাতাল এবং ভুয়া ডাক্তার সনাক্ত করার জন্য সিভিল সার্জনকে সর্বাত্মক সহযোগিতা করা।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বর্ত্বাধিকারী মো: ইসমাইল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম সিকদার, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উল্যাহ্, সহ-সভাপতি মো: আব্দুল হান্নান মিয়া, সহ-সভাপতি ডা: মো: আবুল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোস্তাকিম, সহ-সভাপতি মো: বখতিয়ার, সহ-সভাপতি মো: মিজানুর রহমান, সহ-সভাপতি মো: ফাকরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সম্পাদক ডা:জুয়েলহাসান, সহ-সম্পাদক মো: মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: সৈয়দ আহমেদুল কবির বুলবুল, সহ-প্রচার সম্পাদক সাইদুল ইসলাম রিপন, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুর রহমান পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল লতিফ, পরিবেশ ও মানব উন্নয়ন সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, আইন বিষয়ক সম্পাদক এড. গোলজার হোসেন জান্নাত, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা: মো: সিদ্দিকুর রহমান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মো: লুৎফর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এম.এ. লতিফ, সাহিত্য ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মিলন।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম সরকার, মো: আব্দুস সালাম,আহাদুজ্জামান কাকন, মো: শহিদ, সামসুল হক পারভেজ, আশরাফুল আলম সোহেল, মামুনুর রশিদ, মো: রাব্বি হাসান শাকিল, মোশারফ হোসেন, মো:রফিকুল ইসলাম।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি মহানগরীর সোনারতরী কমিউনিটি সেন্টারে ‘গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন’ ২০২৫-২৬ দুই বছর মেয়াদে জেলা, মহানগর ও উপজেলায় অবস্থিত সকল হসপিটাল মালিকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো: রফিকুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো:আশরাফ উল্যাহ্ ও শাহাবুদ্দিন সিদ্দিকী স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ৩৯ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলার কার্যকরী কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন- ডা: সাব্বির আহম্মেদ খান, ডা: কমর উদ্দিন,ডা: আবুল কালাম, অধ্যাপক রফিকুল ইসলাম,শাহাবুদ্দিন সিদ্দিকী, ডা: হাসমত আলী, কাজীমুদ্দিন কাজী,ডা: জালাল আহম্মেদ, অধ্যাপক রুহুল আমিন,ডা: হুমায়ুন কবির, ডা: খান মো: শরিফ, ডা: মনসুর আহম্মেদ রিপন ও অধ্যাপক ডা: মানশ কুমার গোস্বামী।