২০ জানুয়ারি ২০২৫ , ৫:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে সবজি চাষ
স্টাফ রিপোর্টার মোঃনয়ন আলী পঞ্চগড়
পঞ্চগড়ের ১নং অমর খানা ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে সবজি চাষ করেছেন ভূমি অফিস দেখা শোনার দায়িত্বে থাকা সালমা বেগম।সালমা বেগমের স্বামী ফয়জুল ইসলাম শাকসবজি চাষাবাদ করছেন। সালাম বেগম যা বেতন পান তা দিয়ে তার সংসার চলে না । এমনকি কি ছয় মাস থেকে ও কোনো রকম বেতন আসছে না তার। তবে গত সপ্তাহে বেতনের বকেয়া টাকা পেয়ে খুশি তিনি। ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে সবজি চাষ ও অফিসের সাথে চা পান বিস্কুট বিক্রি করে চলছে সংসার। গ্রামের গরিব অসহায় মানুষেরা এখান থেকে সীম নিয়ে যাচ্ছে। ১নং অমর খানা ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা অনেকেই ফয়জুল ইসলাম এর সীম বাগানের এর প্রশাংসা করছেন।
এ বিষয়ে ১নং অমর খানা ইউনিয়নের ভূমি কর্মকর্তা ভবেশ চন্দ্র বর্মন বলেন, পরিত্যক্ত জমিটি ফেলে না রেখে সবজি চাষ করে কাজে লাগিয়েছে। আমার মনে হচ্ছে শুধু মাএ এক আবাদ না করে সব রকম সবজি ছোট বেড করে লাগনো। তাতে প্রয়োজনীয় সবজি পাওয়া যাবে।বিষ মুক্ত সবজি পাওয়া যাবে এখানে। ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে ময়লা ফেলে পরিবেশর ভারসাম্য নষ্ট হতো। সবজির আবাদের জন্য ময়লা ফেলা হচ্ছে না। সালমা বেগমের স্বামীর প্রসাংসা করেন তিনি।