ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমরেড সিরাজ শিকদারের গ্রাফিতি মোছে ফেলায় ময়মনসিংহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।
ঢাকা বিশ্ববিদ্যালযে কমরেড সিরাজ শিকদারের গ্রাফিতি মোছা ও অবমাননাকর ফ্যাসিবাদী কর্মকান্ডে যুক্ত ব্যক্তি ও তাদের মদদদাতাদের চিহ্নিত করা, গ্রেফতার ও শাস্তির দাবীতে ময়মনসিংহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ০৪ ঘটিকায় শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ, ময়মনসিংহ এর উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ময়মনসিংহ আঞ্চলিক শাখার সভাপতি আবুবকর সিদ্দিক রুমেলের সভাপতিত্বে প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন গণমোর্চার আঞ্চলিক শাখার সহ-সভাপতি ইলিয়াস হাবিব, মোস্তাক আহমেদ মনি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন, কবি সরকার আজিজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ এর সহ-সমন্বয়ক তানজিল হোসেন মুনিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার দপ্তর সম্পাদক আবির মোহাম্মদ আকাশ এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সজিব আকন্দ। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, আওয়ামী সরকারের পতনের পর হতে একটি উগ্র, ধর্মান্ধ গোষ্ঠী ধারাবাহিকভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংকিত কমরেড সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে দেয়াসহ অবমাননাকর অপকর্ম করেছে, যা মেনে নেয়া যায় না। এই হীন উগ্রবাদী অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের সম্মূখীন করা এবং এই উগ্রবাদী গোষ্ঠীকে যারা মদদ দিচ্ছে তাদেরকে চিহ্নিত করার জন্য আহবান জানান।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।