ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ
মোঃ জুলহাস উদ্দিন হিরো , শেরপুর থেকেঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ ওই মাদক জব্দ করা হয়। ডিবি পুলিশ সুত্রে জানা যায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে ডিবি পুলিশের এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেট দিয়ে পিকআপ ভ্যান আটক করে। রাস্তায় বেড়িকেট ও পুলিশের উপস্তিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। ঘটনার সত্য তা নিশ্চিত করে শেরপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,সালেমুজ্জামান বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন মাদক নির্মুলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর।
তাং-১৯/১/২০২৫ ইং
খবরের ছবি সংযুক্ত
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।