লামা রিক্সা চালক সমিতির মোহাম্মদ নুরুল আলম নামে এক অসুস্থ সদস্যকে আর্থিক অনুদান প্রদান করেন, রিক্সা চালক সমিতির উপদেষ্টা ও বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি।
মোহাম্মদ নুরুল আলম দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন ,বাড়ি লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি সিলেটিপাড়া গ্রামে। গত চার বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। এ খবর পেয়ে খোঁজ খবর নেন লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড’র উপদেষ্টা মো. আইয়ুব আলী কোম্পানি দানবীর সমাজ সেবক‘ সমাজের অবহেলিত মানুষকে সেবা করায় তার ধর্ম ,তিনি অসুস্থ নুরুল আলমকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় বুধবার বিকাল ঘটিকার সময় অসুস্থ নুরুল আলম কে হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেন মোঃ আইয়ুব আলী কোম্পানি। এ সময় উপস্থিত ছিলেন সমতির উপদেষ্টা শামসুদ্দোহা, উপদেষ্টা মোঃ নুরুল আলম, উপপরিচালক রহমত আলী, আরো উপস্থিত ছিলেন রিক্সা সমিতির সভাপতি মোহাম্মদ জালাল ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া, আরো উপস্থিত ছিলেন অত্র সমিতির নেত্রীবৃন্দ। আর্থিক অনুদান প্রদানের সময় মোঃ আইয়ুব আলী কোম্পানি বলেন, মোহাম্মদ নুরুল আলম রিক্সা চালক সমবায় সমিতির এক সদস্য। দূর্ঘটনায় তার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবুও দুঃসময়ে এ অর্থ সহযোগিতা প্রদানের উদ্যোগ। ভবিষ্যতেও সমিতির কোন সদস্য অসুস্থ কিংবা বিপদে পড়লে সহযোগিতা করা হবে।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।