চন্দ্রগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।
মোঃসাহাবউদ্দিন, চন্দ্রগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। ১৫ জানুয়ারী বুধবার বিকেল চন্দ্রগঞ্জ মধ্য বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে যাত্রী ছাউনির পাশে এসে সমাবেশ করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনের বিভিন্ন দূর্ণীতির বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম অন্তর, সদস্য সচিব মুশফিকুর রহমান মিন্টু, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সবুজ,জাকির হোসেন, শ্রমিক দল নেতা মোঃ রাজন, ছাত্রদল নেতা সুলতান ফারুক, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন ও যুব দল নেতা হাজী আলম পাটোয়ারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।