ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫

Developer Zone
জানুয়ারি ১৩, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫

আবু সাঈদ তুষার,
স্টাফ রিপোর্টার।

দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধির কারণে গরিব দুঃস্থ অসহায় লোকজন শীতের বস্ত্রের অভাবে খুব কষ্টে দিন পার করছেন এবং রাতে যাপন করছেন। বর্তমান অর্থনৈতিক বাজারে নিজে খেয়ে সংসার চালিয়ে তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে শীতবস্ত্র কেনার। প্রচন্ড শীতের মধ্যে তাদের কাজকর্ম করা খুব কঠিন হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে আয়োজন করা হয় “শীত বস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫”।

১২ই জানুয়ারি (২০২৫) রবিবার বিকাল চারটায় সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডে রাঢ়ীবাড়ী এলাকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে রাঢ়ীবাড়ী আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্যে কেন্দ্রীয় মসজিদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী -২০২৫। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাভার পৌর সভার কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস খান (সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও উপদেষ্টা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান (উপদেষ্টা, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, ঢাকা ও মানিকগঞ্জ জেলা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আসাদুল ইসলাম ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, ঢাকা ও মানিকগঞ্জ জেলা)। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন ( বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকা ও মানিকগঞ্জ জেলা)। উক্ত কর্মসূচীতে মসজিদের সকল মুসুল্লিহ ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস খান, জনাব আলহাজ্ব কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান, জনাব আসাদুল ইসলাম। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সাভার পৌর সভার কাউন্সিলর, মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, আমি আপনাদের পাশে থেকে সাভারের উন্নয়ন করতে চাই এবং পরিষ্কার-পরিচ্ছন্ন সাভার এলাকাবাসীর কাছে উপহার দিতে চাই। তিনি সাভার বাসির পাশে সারা জীবন থাকতে চান সেবা করে। যেকোনো বিপদ-আপদে তিনি সকলের পাশে আছেন এবং সবার পাশে থাকতে চান । বক্তব্য শেষে সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী -২০২৫ এর কম্বল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম খোরশেদ এর হাত থেকে সকলে শীতবস্ত্র কম্বল গ্রহন করেন এবং এলাকাবাসী তার জন্য দোয়া করেন। সবাই শীতবস্ত্র কম্বল পেয়ে খুবই খুশি।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।