কমলগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,
মোঃ নাজিম মিয়া কমলগঞ্জ (মৌলভীবাজার) স্টাফ রিপোর্টার,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) হত্যার অভিযোগে তার স্বামী আজাদ মিয়া (৪২) থানায় আত্মসমর্পণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পারিবারিক কলহের জেরে আজাদ মিয়া তার স্ত্রী মনোয়ারাকে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই কমলগঞ্জ থানায় গিয়ে বিষয়টি স্বীকার করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজাদ মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
স্থানীয়রা জানান, আজাদ মিয়া কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।