১১ জানুয়ারি ২০২৫ , ৮:১১:১৬ প্রিন্ট সংস্করণ
একটি মানবিক আবেদন: আমাদের ৫০ বছরের বাসস্থান রক্ষার জন্য সবার সহানুভূতি প্রার্থনা
আমরা, মিনাজপুর মাঠপাড়] গ্রামের সাধারণ মানুষ,আমরা প্রায় ১২টি পরিবার বিগত ৫০ বছর ধরে রাস্তার পাশের একটি খাস জমিতে বসবাস করছি। এই জমি আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আমাদের একমাত্র বাসস্থান হয়ে আছে।
সম্প্রতি সরকার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, যা উন্নয়নের জন্য অত্যন্ত প্রশংসনীয়। তবে, আমাদের জন্য এটি একটি ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার উভয় পাশ থেকে জমি নেওয়ার সময়, স্থানীয় কিছু ব্যক্তি আমাদের এই জায়গা থেকে সরিয়ে দিয়ে দখল করার চেষ্টা করছে। তারা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বারবার হয়রানি করছে এবং আমাদের ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করছে।
আমরা আইন মেনে চলা শান্তিপ্রিয় মানুষ। আমাদের এই জমি হয়তো খাস জমি, কিন্তু এটি আমাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাদের দীর্ঘকাল ধরে ব্যবহৃত বাসস্থানের প্রতি মানবিক দৃষ্টিতে বিবেচনা করতে এবং আমাদের সুরক্ষা নিশ্চিত করতে।
আমাদের এই সমস্যার বিষয়ে সরকারের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করছি। সরকার যদি এই বিষয়ে কোনো আইনি বা মানবিক সাহায্য করতে পারেন, তবে আমাদের কৃতজ্ঞতার সীমা থাকবে না।
আমাদের গল্পটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিতে পারে।
#জীবননগরচুয়াডাঙ্গা #everyoneシ゚ #Chuadanga5