১১ জানুয়ারি ২০২৫ , ৭:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
মধুপুরে মেম্বার ফোরামের উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরণ।
মোঃ হাফিজুর রহমান
(উপজেলা প্রতিনিধি মধুপুর) টাংগাইল মধুপুর উপজেলা হলরুমে হতদরিদ্র মানুষের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১১জানুয়ারি২০২৫)সকাল সাড়ে ১১টায় মধুপুর উপজেলা পরিষদ হল রুমে মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবীর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মেম্বার ফোরামের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি জানান, আপনারা আজকের পর থেকে নানা ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন।এবং হতদরিদ্রদের মাঝে নানা ধরনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।