১১ জানুয়ারি ২০২৫ , ১:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ
শেরপুরে হিংসাত্মকভাবে জনবসতিতে লেয়ার মুরগির ফার্ম’তৈরির অভিযোগ স্থানীয়দের
শান্ত রায় শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে হিংসাত্মক ভাবে লেয়ার মুরগির ফার্ম তৈরি করার অভিযোগ উঠেছে সায়েদুল ইসলাম এর বিরুদ্ধে। মোঃ সায়েদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে। অভিযোগকারী একই গ্রামের মৃত্যু ইউছুফ আলীর ছেলে মোঃ হেকমত আলী ।
হেকমত আলী বলেন, হঠাৎ করে সাজেদুল আমার বসত বাড়ীর সামনে একটি লেয়ার মুরগির ঘর তৈরির কাজ শুরু করে। এসময় আমি তাকে বাধা দিলে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে অকাট্ট ভাষায় গালিগালাজ করে।
পরে আমি স্থানীয় লোকজন ও ইউপি সদস্য ফারুক কে বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে গিয়ে তাকে ঘর তৈরির কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু সেই সময় আওয়ামী সরকারের দলীয় প্রভাবে ও আর্থিক প্রভাবশালী হওয়ার কারণে কাউকে তোয়াক্কা না করে সে তার ঘরের কাজ চালিয়ে যান।
অবশেষে হেকমত আলী বাদী হয়ে, জনবসতির পরিবেশ ও বায়ু দূষণ রক্ষার্থে ইতিপূর্বে ১৮/৮/ ২০২৪ ইং তারিখে, সদর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ( ইউএনও ) সদর ইউনিয়নের চেয়ারম্যান মো শাহাদাৎ হোসেন কে, বিষয়টি সুরাহা করিবার করিবার দায়িত্ব প্রদান করেন।
বিষয়টি নিয়ে চেয়ারম্যান গত ২১/৮/২০২৪ ইং তারিখে বিবাদীর বাড়িতে বৈঠকে বসেন এবং উক্ত বৈঠকে বিবাদী সাজেদুল সকলের উপস্থিতিতে লেয়ার মুরগির ফার্ম না করার প্রতিশ্রুতিও দেন ও উক্ত স্থানে আর লেয়ার মুরগির ফার্ম করিবেনা এই মর্মে একটি আপোষ নামা প্রদান করেন।এবং সেখানে বয়লার মুরগির ফার্ম করার বলে
পরবর্তীতে আবারও লেয়ার মুরগির ফার্ম এর কাজ সম্পুর্ন করেছে।
এব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কথা হলে তিনি বলেন, জনবসতিতে লেয়ার মুরগির ফার্ম তৈরি করা কোনো সরকারি বিধি মালায় নেই। লেয়ার মুরগির ফার্ম করতে হলে জনবসতি থেকে কম পক্ষে ১শত গজ দুরে করতে হবে,অন্যথায় পরিবেশ দূষণের কারণে এলাকায় বসবাস অনুপযোগি হয়ে যাবে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।