অপরাধ

পাটগ্রাম দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাঁটাতার  নির্মাণের অভিযোগ ভারতীয় বিএসএফের বিরুদ্ধে

পাটগ্রাম দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাঁটাতার  নির্মাণের অভিযোগ ভারতীয় বিএসএফের বিরুদ্ধে।

মোঃ আনিছুর রহমান স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের  পাটগ্রাম দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাঁটাতার  নির্মাণের অভিযোগ উঠেছে  ভারতীয় বিএসএফের বিরুদ্ধে,। শুক্রবার উপজেলার দহগ্রাম ক্লাব পাড়া এলাকায় ৮ বাই ৪১ এস নং ও ৭১ এস নং পিলারের অভ্যন্তরে  সকাল ১০ টার থেকে  বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের বেড়া কাটা  দেওয়ার  কার্যক্রম চোখে পড়ে । আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাঁদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা, কিন্তু কিছুক্ষণ আবার  বিএসএফের অধিক পরিমাণ সদস্যদেরকে নিয়ে এসে এক পর্যায়ে ক্ষমতা খাটিয়ে বেড়া কাটা  কাটা নির্মাণ করেন  ।  এ বিষয়ে এলাকাবাসীরা জানান  বিজিবি রা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করল পরে তারা আর কোন বাধা দিতে পারেনি এবং তারা বাধা না দেওয়ায় বেরা কাটা   নির্মাণ করেন বিএসএফেরা,  এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি এডি  আমির খসরু  বলেন আমরা খবর পেলে তাৎক্ষণিক শতাধিক বিজিবি গিয়ে তাদের বাধা প্রদান করেন এবং অবস্থান নেন। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার মো. জামিল হোসেন কথা বলতে রাজি হননি শুধু জানান ঊর্ধ্বতন  কর্মকর্তারা আসছে আপনার তার সাথে কথা বলেন ।  এলাকাবাসী জানান(  বিজিবি) যদি কোন বাধা প্রদান না করে তাহলে এখানে আমরা কিছুই করতে পারবো না

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content