অপরাধ

কালিগঞ্জ উপজেলা জাসাসের কমিটি বর্ধিত হয়ছে

কালিগঞ্জ উপজেলা জাসাসের কমিটি বর্ধিত হয়ছে।।

শেখ নুরুজ্জামান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

কালিগঞ্জে জাতীয়তা বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা কমিটি বর্ধিত করা হয়েছে ।
শুক্রবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা জেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত অফিসিয়াল প্যাড এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে জাতীয়তাবাদী,সমাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ,উপজেলার কার্যক্রম কে শক্তিশালী ও ত্বরান্বিত করার জন্য নতুন ভাবে ছয় যুগ্নআহবায়ক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ভাবে যুক্ত হওয়া যুগ্ম আহবায়ক হলেন শেখ আব্দুল লতিফ, শেখ মিজানুর রহমান, মুন্সি মশিউর রহমান ( পলাশ)
সাইফুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ হাসান আলী, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব বলেন কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলা জাসাসের কমিটি কে আরো গতিশীল করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
কালিগঞ্জ উপজেলা জাসাসের নবযুক্ত হওয়ার যুগ্ন আহবায়ক শেখ আব্দুল লতিফ বলেন কালিগঞ্জ উপজেলা জাসাসে যুক্ত হতে পেরে আমি অতি আনন্দিত ।
আমি আশা রাখী আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে উপজেলা কমিটিকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content