অপরাধ

বেগমগঞ্জের লাউতলি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি

বেগমগঞ্জের লাউতলি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি

সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জর লাউতলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিদ্যালয়ের হল রুমে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মত বিনিময় শেষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ হাবিবুল্লাহ এর সঞ্চালনায়,

প্রধান বক্তা ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ মনির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ রহিম উল্লাহ, এছাড়াও আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, শাহাদাত হোসেন, কামরুল ইসলাম, অমরেশ , কামরুন নাহার সহ অভিভাবক প্রতিনিধিদের মাঝে অনেকেই।

বক্তারা বলেন, লাউতলী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর মান ধরে রাখতে শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে। ভালো ফলাফলের মাঝেই বিদ্যালয় তার ঐতিহ্য ধরে রাখবে বলে আমরা আশা করি।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, প্রথম ধাপে আমরা যেসব বই পেয়েছি শিক্ষার্থীদের মধ্যে বিলি করে দিয়েছি। আমরা সরকার থেকে যখন যা পাবো তা সঠিকভাবে বন্টন করা হবে। তিনি আরও বলেন আমাদের অভিভাবকরা সচেতন হলেই লাউতলী উচ্চ বিদ্যালয় কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব। বিদ্যালয় সুন্দর ভাবে পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content