৯ জানুয়ারি ২০২৫ , ১:৫৫:৫১ প্রিন্ট সংস্করণ
ঢাকা আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩টি গাড়িতে আগুন ও চার জনের মৃত্যু
আবু সাঈদ তুষার,
স্টাফ রিপোর্টার।
ঢাকা -আরিচা মহাসড়কে সাভারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এক গাড়ির সাথে অন্য গাড়ির ধাক্কায় লাগায় বিশাল অগ্নিসংযোগ ও চার জনের মৃত্যুর ঘটনাটি ঘটে। ৯ই জানুয়ারি (২০২৫) বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টায় সাভার উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে ফুলবাড়িয়া এলাকায় পুলিশ টাউনের সামনে এই মর্মান্তিক সড়কে দুর্ঘটনা ঘটে। ঢাকা আরিচা মহাসড়কে সাভারে ফুলবাড়িয়া এলাকায় পুলিশ টাউনের সামনে ঢাকা মুখি লেনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি এম্বুলেন্স ও দুইটি দূর পাল্লার যাত্রীবাহী পরিবহন। এসময় পরিবহনে ভিতরের সাধারন যাত্রী কিছু বুঝে ওঠার আগেই গাড়ি তিনটির মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই দূর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে ধারনা করছেন। সাভার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে আসলে এম্বুলেন্সের ভিতরে ০৪ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, এম্বুলেন্সের ভিতরে চারজনের অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেছে।