অপরাধ

লালমনিরহাটে পুকুর থেকে রিকশা উদ্ধার: চেতনা নাশক ওষুধ খাইয়ে রিকশা চুরির অভিযোগ

লালমনিরহাটে পুকুর থেকে রিকশা উদ্ধার: চেতনা নাশক ওষুধ খাইয়ে রিকশা চুরির অভিযোগ

একরামুল হক একরাম /লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকায় একটি পুকুর থেকে রিকশা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া রিকশার মালিক মাহবুবুর রহমান এই ঘটনায় চুরির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে রিকশাটি চুরি করা হয়েছিল।

মালিকের বক্তব্য

মাহবুবুর রহমান জানান, “গত রাতে এক যাত্রী আমার রিকশা ভাড়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে করে। একসময় যাত্রীটি চা পান করার প্রস্তাব দেয়। চায়ের মধ্যে চেতনা নাশক ওষুধ মিশিয়ে আমাকে অচেতন করে ফেলে। আমি যখন চা পান করে পাশের দোকানে পান খেতে যাই সেই মুহূর্তে সে রিক্সাটা নিয়ে চম্পট দেয়। ।

তিনি আরও জানান, থানায় অভিযোগ করতে গেলে পুলিশের কাছে তিনি জানতে পারেন রিক্সাটি পাওয়া গেছে। পরে পুকুরে রিকশা উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন সেটি তার রিকশা।

একরামুল হক একরাম /লালমনিরহাট প্রতিনিধিঃ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content