৮ জানুয়ারি ২০২৫ , ১১:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ
জলঢাকায় জেলা পরিষদ সুপার মার্কেট নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন।
মোঃ মিরাজুর রহমান
প্রতিনিধি নীলফামারী।
নীলফামারীর জলঢাকায় প্রস্তাবিত জেলা পরিষদ সুপার মার্কেট ও ডাকবাংলোয় কমিউনিটি সেন্টার নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় জায়গা পরিদর্শন করেন, নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায়।
বুধবার (৮ জানুয়ারি) বিকেল জেলা পরিষদের উল্লেখিত জায়গাগুলো পরিদর্শন করে তিনি বলেন এই জায়গায় সুপার মার্কেট তৈরী হলে জলঢাকাবাসীর কর্মসংস্থান হবে বেকারত্ব দূর হবে বলে আশা করেন। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সাংবাদিক প্রমুখ।
পরিদর্শন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায় বলেন, খুব শীঘ্রই থানামোড় সংলগ্ন ৫৯ শতাংশ জমিতে প্রস্তাবিত সুপার মার্কেট এর পাশাপাশি ডাকবাংলোয় কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে।