অপরাধ

লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে সদর থানার ওসি ও ডিবির ওসি প্রত্যাহার

লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে সদর থানার ওসি ও ডিবির ওসি প্রত্যাহার-

একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামির সঙ্গে পুলিশের গোপন মিটিং, সংঘর্ষে সদর থানার ওসি ও ডিবির ওসি প্রত্যাহার।

লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের ছবি তোলা কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সদর থানার ওসি আব্দুল কাদের এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি ফিরোজ হোসেন। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা এবং হত্যা মামলার এক আসামির সঙ্গে গোপন মিটিং করছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেলে,পুলিশ সংঘর্ষে জড়ান।

বুধবার(৮ জানুয়ারি) মধ্যে রাতে গোকুণ্ডা ইউনিয়নের মোস্তাফি বাজারে আলুর হিমাগারে এই ঘটনা ঘটে। সেখানে স জুলাই বিপ্লবের শহীদের হত্যাকাণ্ডের আসামি আখের আলীর সঙ্গে পুলিশের ২ কর্মকর্তা গোপন মিটিং করছিল। এটি বিএনপি নেতা কর্মীরা জানতে পেরে ছবি তোলার জন্য এগিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ তৈরী হয়। এক পর্যায় ছাত্রদল যুবদল বিএনপি’র কর্মীকে ধরে নিয়েছে মারপিট শুরু করে। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা রাতেই রাস্তা বেরিকেট দিলে তাদেরকে ছেড়ে দেয়। গুরুতর আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যাহারের বিষয় লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বিকেলে সাংবাদিকদের বলেন, সদর থানার ওসি ও গোয়েন্দা বিভাগ ডিবি ওসি কে প্রত্যাহারের করে পুলিশ লাইনের সংযুক্ত করেন। তদন্ত কমিটি করে বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
মোবাঃ ০১৭২০-৩৩৪২৯১

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content