অপরাধ

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

গাইবান্ধায় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুন্যের উৎসব ২০২৫” এ প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারি কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক শাহ নেওয়াজ, বিআরটিএর সহকারী পরিচালক রবিউল ইসলামসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট জেলা ফুটবল একাদশ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content