অপরাধ

বাংলাদেশ স্কাউট বেগমগঞ্জ উপজেলায় ত্রৈ-বার্ষিক ২০২৫ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

 

সাইফুল ইসলাম
জেলা সংবাদদাতা নোয়াখালী

বাংলাদেশ স্কাউট বেগমগঞ্জ উপজেলায় ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে,

উপজেলার ১৯৪টি প্রাথমিক বিদ্যালয়, ৪৮টি মাধ্যমিক স্কুল ও ৩৬টি মাদ্রাসার স্কাউটস কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্যের কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা স্কাউট সভাপতি আরিফুর রহমান।

এতে সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন
লক্ষ্মীনারায়নপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফি উদ্দিন ,

সহ-সভাপতি তিনজন যথাক্রমে, কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান মির মোশাররফ মোঃ মোস্তফা, ডেল্টা জুট মিল উচ্চ বিদ্যালয় এর প্রধান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক,
লাউতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান ইসমাইল হোসেন।

কমিশনার পদে মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন,
এবং
কোষাধক্ষ্য পদে একলাশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম

পরে সভাপতি আরিফুর রহমান স্কাউটস এর উন্নয়ন
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাবেক সম্পাদক ইসমাঈল হোসেন, সাবেক কমিশনার কাজী মোমিন, সহ আরো অনেকেই।

নতুন সম্পাদক পদে নির্বাচিত হওয়া সফি উদ্দিন বলেন আমরা নতুন করে বেগমগঞ্জ উপজেলা স্কাউট সাজাবো, স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কম্পিটিশনে অংশগ্রহণ করে বেগমগঞ্জ উপজেলার স্কাউটেস ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content