অপরাধ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২০২৫
মোঃ নাজিম মিয়া কমলগঞ্জ মৌলভীবাজার স্টাফ রিপোর্টার,

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত২০২৫ হয়েছে। আজ ৬ জানুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকায় ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম সায়েদ এবং পরিচালনা করেন হেলাল আহমদ।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং সহ-সভাপতি আলতাফুর রহমান। এছাড়াও ইসলামপুর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্য দেন মাওলানা মোতাহার আলী নোমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে সংগঠনের গুরুত্ব, শ্রমিকদের অধিকার আদায় এবং নৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের শেষাংশে মোঃ সাইদুল ইসলাম সায়েদকে সভাপতি এবং সমির আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৩০০ লোকের উপস্থিতি দেখা যা
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়,

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content