৫ জানুয়ারি ২০২৫ , ৮:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ
বোরহানউদ্দিনে অনুমতি ছাড়া মাটি কেটে ইটভাটায় পরিবহন করায় দুই ট্রাক চালক কে ত্রিশ হাজার টাকা জরিমানা।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন ইটভাটায়
অনুমতি ছাড়া মাটি কেটে পরিবহন করার সময় রেজিষ্ট্রেশন বিহীন ও লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে ২ টি ট্রাককে ৩০,০০০ (ত্রিশ হাজার ) টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান – উজ্জামান।
এ-সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
সুত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলায় ২২/১২/২০২৪ ইং সালের জরিপ মতে মোট ২১ টি ইটভাটা রয়েছে।
কিন্তু বেশ কিছু ইটভাটায় নদীর পাড়, খালের দাড়, বিভিন্ন চর থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটায় স্তুুপ করে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করেন।
কিন্তু এতেও ক্ষান্ত হয়নি অবৈধভাবে মাটি কাটা। তেতুলিয়ার বুকে জেগে ওঠা নতুন নতুন চর গুলো থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন খেয়াঘাট সংলগ্ন ব্রিজ দিয়ে অবৈধভাবে মাটি কেটে ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়ার সময় দুটি ট্রাকের চালক কে হাতেনাতে ধরে ফেলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
এ-সময় ট্রাক চালকদের কে বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললে তারা তা দেখাতে ব্যর্থ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান – উজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জন ট্রাক চালক কে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।
তারিখঃ ০৫-০১-২৫ ইং