১২ মার্চ ২০২৩ , ৫:৫৮:১১ প্রিন্ট সংস্করণ
শফিউল আলম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১২ মার্চ রবিবার
দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের খবরে
সাতগাঁও এলাকার বিভিন্ন গ্রামের দুর্বল,পুষ্টিহীন ও অসুস্থ গরু-ছাগল অনন্তপুর কবরস্থান মাঠে জমায়েত করেন এলাকাবাসী। সূত্রে জানা যায় গ্রাম পর্যায়ে সেবা নিশ্চিত করতে প্রায় প্রতি মাসেই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন, ভেটেরিনারি সার্জন বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা,আ,জ,ম,সালাহ উদ্দীন (জাভেদ)।উপসহকারী (সম্প্রসারণ)
কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন ও বিশ্বম্ভরপুর (ফতেপুর) প্রাণিসম্পদ দপ্তর হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের কৃত্রিম প্রজনন কর্মী সুবল বর্মন প্রমূখ।এসময়
ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক গরু ও ছাগলের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
প্রান্তিক জনপদের উপকারভোগী জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট দপ্তর কে ধন্যবাদ জানান।