৪ জানুয়ারি ২০২৫ , ৭:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরে অবৈধ সিগারেট সহ আওয়ামীলীগ নেতা আটক
প্রতিনিধি
মোঃ শাহাদাৎ ভুঁইয়া
পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলায় ৩ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট সহ ১জন আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
পিরোজপুরের জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
অদ্য ০৪ জানুয়ারি (শনিবার) ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিলে, পিরোজপুরের নাজিরপুর থানাধীন মালিখালী ইউনিয়নের, পেনাখালী বাজারে আসামী মোঃ আবুল কালাম শেখ (৫২), পিতা- মৃত মোতালেব শেখ,মাতা- আলেকজান বিবি এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম হইতে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ এবং উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সাদা রংয়ের ০৩টি কাগজের কার্টুনের প্যাকেটে PLATINUM নামীয় ২০টি, MOND নামীয় ৩৪টি, XSO নামীয় ২০টি বিদেশী সিগারেটের প্যাকেট পাওয়া যায়।
জব্দকৃত বিদেশী সিগারেট এর অবৈধ বাজারমূল্য অনুমান(৩৯,০০০+৫১,০০০+৩০,০০০)=১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী জানায় তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকেন। এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
এবিষয়ে নাজিরপুর থানা পুলিশ কর্মকর্তাকে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ বিদেশি সিগারেট জব্দ ও একজন আসামিকে আটক সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ। তিনি আরো বলেন,অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।