অপরাধ

লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান

লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান

মো আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক

রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান। তার জীবন এখন অনেকটা সংকটে। গত বছরের ডিসেম্বর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের পরামর্শে চেকআপের পরে তার রক্তে ইনফেকশন ধরা পড়ে।

এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার। পরে বুধবার (১ জানুয়ারি) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অঞ্জনা রহমানের ছেলে
নিশাত মণি জানিয়েছেন,
সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে তিনি আবার সবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসে।

অসাধারণ নৃত্যশিল্পী তিনি। নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছের রুপালি জগতের নায়িকা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content