অপরাধ

লোহাগড়ায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে যখম করেছে দুর্বৃত্তরা

লোহাগড়ায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে যখম করেছে দুর্বৃত্তরা

মো. মিলটন শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর পশ্চিম গ্রামের মৃত খান আতিয়ার রহমানের ছেলে খান তোহিদুর রহমান(৩০) ও একই গ্রামের হান্নান শেখ এর ছেলে বুলবুল শেখ(৪৫) নামের দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

(বৃহস্পতিবার) ২ ই জানুয়ারী বিকালে লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তায় ডক্টরস স্পেশালাইজড হসপিটালের সামনে থেকে দুইজনকে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

জানাযায়, ৪ মাস আগে চর মল্লিকপুর গ্রামে জোড়া হত্যাকান্ডের জের ধরে এ ঘটনা ঘটেছে। চরমল্লিকপুর গ্রামের আপন দুই ভাই মিরান ও জিয়ারুল হত্যাকান্ডের ঘটনায় মাহমুদ গ্রুপের ৩৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরে আসামীরা অনেকেই নড়াইল মহামান্য আদালত থেকে জামিনে মুক্তি পায়। হত্যাকান্ডের পর থেকে আসামী পক্ষের বাড়িঘর লুট ও সাধারণ পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটের অভিযোগ রয়েছে। আসামীরা জামিনে আসলেও ভয়ে গ্রামে যেতে পারাছেনা তারা।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content