২ জানুয়ারি ২০২৫ , ১:১৯:২৭ প্রিন্ট সংস্করণ
নেছারাবাদে সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন।
আরিফ বিল্লাহ নেছারাবাদ (স্বরূপকাঠি)
নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নেছারাবাদে পালিত হয়েছে সমাজসেবা দিবস ২০২৫।উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ জানুয়ারি বৃহস্পতিবার নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।বেলা১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রায়হান মাহমুদ।এর পরে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা নামে উপজেলা অডিটরিয়ামে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভার আয়োজন করা হয় ।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মাহমুদ এর সভাপতিত্বে মুক্ত আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তপন কুমার।উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনিকা আক্তার,দৈনিক সংগ্রামের প্রতিনিধি গোলাম আযম আসলাম, নেছারাবাদ থানার পুলিশ প্রতিনিধি সাব ইন্সপেক্টর প্রকাশ রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা
বিশ্বজিৎ রায়, ছাত্র প্রতিনিধি ও ইউপি সদস্য বৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত প্রতিবন্ধী অভিভাবকদের মাঝে সাহায্য কার্ড বিতরণ করা হয়।